SDF ও Brac-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

SDF ও Brac-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
mou_sdf_brac


সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট    ( RELI )    প্রকল্পাধীনে দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, বেকার যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান কার্যক্রম চলমান রয়েছে ।    RELI    প্রকল্পাধীন    Youth Employment Generation Support    কার্যক্রমের আওতায় ১৫ জুলাই ২০২৫ তারিখে প্রকল্পের উপকারভোগী পরিবারের আটশ বেকার যুবদের   Factory Based Apprenticeship Model -এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও জব প্লেসমেন্টের লক্ষ্যে  SDF ও  Brac - এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসডিএফ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: নুরুল আমিনসহ পরিচালকগণ ও মহাব্যবস্থাপক এবং  Brac    -এর পক্ষে পরিচালক সাফি রহামন খানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।