
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (RELI) প্রকল্পাধীনে দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, বেকার যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান কার্যক্রম চলমান রয়েছে । RELI প্রকল্পাধীন Youth Employment Generation Support কার্যক্রমের আওতায় ৩ জুলাই ২০২৫ তারিখে প্রকল্পের উপকারভোগী পরিবারের পাঁচশ বেকার যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও জব প্লেসমেন্টের লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও UCEP Bangladesh- এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষর অনুষ্ঠানে এসডিএফ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: নুরুল আমিনসহ পরিচালক ও মহাব্যবস্থাপকগণ এবং UCEP -এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল করিমসহ পরিচালকদ্বয় উপস্থিত ছিলেন।